Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি নেতাসহ ৫ জন নিহত


৯ এপ্রিল ২০১৯ ১৯:১৮

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির এক আইনপ্রণেতাসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) প্রদেশের দন্তেওয়ারা জেলায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জন নিরাপত্তা বাহিনীর সদস্য। খবর এনডিটিভির।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আর মাত্র দুই দিন পরই ভারতে শুরু হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হবে ছত্তিশগড়ের বাসতার জেলায়। সেখানে নির্বাচনি প্রচারণা চালাতে গিয়েছিলেন বিজেপি নেতারা।

সূত্রের বরাত দিয় এএনআই জানিয়েছে, প্রচারণা চালানোর সময় বিজেপি আইনপ্রণেতাদের গাড়ি বহর রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের শিকার হয়।  বিস্ফোরণের সময় ছত্তিশগড়ের বিজেপি আইনপ্রণেতা ভীমা মান্ডবি গাড়ির মধ্যে ছিলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সূত্র আরও জানিয়েছে, বিস্ফোরণের পর গাড়িতে থাকা আহত ব্যক্তিরা বের হয়ে আসতে চাইলে আশপাশে লুকিয়ে থাকা মাওবাদীরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গোলাগুলি চলছে। অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।

উল্লেখ্য, গত বছর রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের দেবতি কারমা’কে পরাজিত করে দন্তেওয়ারা জেলায় জয় লাভ করেন মান্ডবি।

সারাবাংলা/আরএ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর