Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ দুই ঢাবি শিক্ষার্থী আটক


৯ এপ্রিল ২০১৯ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ৪০ পিস ইয়াবাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে বংশাল থানা পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে চানখারপুলের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান সারাবাংলাকে বলেন, আটক দুই শিক্ষার্থী হলেন, গণিত বিভাগের চতুর্থ বর্ষের মাহমুদুল হাসান আবীর ও একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবু মোহাম্মদ আরফান রাহী। প্রথমজন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী এবং দ্বিতীয়জন কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।

ওসি জানান, আটক দুই শিক্ষার্থীকে তারা আদালতে পাঠিয়েছিলেন। এরপর কী হয়েছে তা তিনি জানেন না।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

ইয়াবা ঢাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর