Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ লাখ টাকার ফেব্রিক্সসহ কাভার্ড ভ্যান জব্দ


৯ এপ্রিল ২০১৯ ১৯:৪৬

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে, কাভার্ড ভ্যানে প্রায় ৪০ লাখ টাকার ফেব্রিক্স ছিল।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। এর আগে ভোর বেলা কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

তিনি জানান, এদিন (মঙ্গলবার) ভোরে গুলিস্তান জিপিও মোড় এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। অভিযানে ডেনিম ফেব্রিক্স ভর্তি একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ১১-৫৯০১) জব্দ করা হয়েছে।

জব্দ করা ফেব্রিক্স অবৈধভাবে বিক্রির জন্য রাজধানীর মোহাম্মদপুরের সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্টস লিমিটেড থেকে ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। এর বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৩৭ লাখ টাকা। আটক পণ্যের বিপরীতে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের এবং প্রতিষ্ঠানটির বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে, জানান তিনি।

মো. আল আমিন বলেন, বন্ড সুবিধায় আমদানি করা পণ্য চোরাই পথে খোলাবাজারে বিক্রি ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। তারই ধারাবাহিকতায় সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল আজ অভিযান চালিয়েছিল।

সারাবাংলা/এসজে/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর