সুন্দরবনে সারবাহী কার্গোডুবি: নিখোঁজ ৩
১০ এপ্রিল ২০১৯ ০৫:০২
খুলনা: কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ‘এমডি হারদ্দা’ নামের একটি সারবাহী কার্গো ডুবে গেছে। এই ঘটনায় তিনজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছে। সুন্দরবনের হারবাড়িয়া এলাকার পশুর নদীতে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মুঠোফোনে বলেন, সুন্দরবন চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া অফিসে পাঁচ জন লোক এসে জানায় তারা সার বহন করা ‘এমডি হারদ্দা’ নামের একটি কার্গোতে ছিল। কার্গোটি ঝড়ের কবলে পড়ে পশুর নদীতে ডুবে গেছে। এই সময় কার্গোতে থাকা আট জনের মধ্যে পাঁচ জন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও তিনজন নিরাপত্তারক্ষী এখনো নিখোঁজ রয়েছেন।
সারাবাংলা/এসবি