Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে পদ্মাসেতুর দশম স্প্যান


১০ এপ্রিল ২০১৯ ১১:০৮

স্প্যানটি ১৫০ মিটার লম্বা

পদ্মাসেতুর দশম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।  এর আগে বুধবার সকালে স্প্যানটি নিয়ে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দেয় ক্রেন। ১৫০ মিটার লম্বা স্প্যানটি নিয়ে ঘন্টায় ৭ কিলোমিটার বেগে ১৩ এবং ১৪ নম্বর পিলারের দিকে এগিয়ে যায় ক্রেনটি। দশম স্পেন বসানোর মুহূর্তগুলো ঘটনাস্থল থেকে ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট সাব্বির আহমেদ।

দশম স্প্যানটি বসলে দৃশ্যমান হবে সেতুর পুরো দেড় কিলোমিটার।

আগামী ২০ এপ্রিল জাজিরা প্রান্তে ৩৩ এবং ৩৪ নম্বর পিলারের আরও একটি স্প্যান বসানো হতে পারে

প্রকৌশলীরা জানিয়েছেন, সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজও শেষ হয়েছে

পদ্মাসেতুর ৪২টি খুঁটির মাঝে ২২টি খুঁটির নির্মাণ শেষ

আগামী জুন মাসের মধ্যে বাকি আরও ১০টি খুঁটির নির্মাণকাজ শেষ হয়ে যাবে। তখন প্রতি মাসে দুটি করে স্প্যান বসানো তখন সম্ভব হবে।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর