Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেয় আ.লীগ সরকার: প্রধানমন্ত্রী


১০ এপ্রিল ২০১৯ ১৩:০৭

ঢাকা: যুগের সাথে তাল মিলিয়ে সব কাজ করার প্রতি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের আমলে গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যুগ পরিবর্তন হচ্ছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বটাই হচ্ছে পরিবর্তনশীল। এই যুগের সাথে তাল মিলিয়ে চলেই আমাদের সব কাজ করতে হবে। আমরা কারো থাক থেকে পিছিয়ে থাকব না, এটাই হচ্ছে আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ গবেষণা অনুদান এবং এনএসটি চেক বিতরণ করা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে গবেষণাকে গুরুত্ব দিয়ে নেওয়া পদক্ষেপের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব সময় গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেই। তখন (১৯৯৬ সাল) থেকেই আমরা গবেষণা শুরু করলাম। আজকে তার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছিলাম বলেই আজকে অনেক ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করতে পেরেছি। আমরা এখন বিদেশেও পাঠাই, যাতে করে উচ্চ শিক্ষা গ্রহণ করে আসতে পারে। যেটা স্বাধীনতার পর সীমিত সম্পদ থাকা সত্ত্বেও জাতির পিতা শুরু করেছিলেন। কিন্তু সেইগুলো ৭৫’র পর সব বন্ধ করে দেওয়া হয় ‘

আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতায় এসে আবারও সেসব চালু করার পদক্ষেপ নেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কারণ আমি জানি প্রতিনিয়ত আমাদের গবেষণা করতেই হবে।’ তিনি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অনেক মেধাবী। তারা কখনো পিছিয়ে থাকতে পারে না এবং পিছিয়ে থাকবে না। কিন্তু সেই সুযোগটা আমাদের সৃষ্টি করে দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব গবেষণাকে গুরুত্ব দিতেন বলেই তিনি এই অধ্যাদেশ জারি করে দিয়ে যান। বর্তমান বাংলাদেশে অর্থনীতির যে উন্নয়ন হয়েছে সেটাকে টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

‘ইতোমধ্যে আমরা বিভিন্ন বিষয় ভিত্তিক বিশ্ববিদ্যালয়ও তৈরি করে দিয়েছি। আমরা কারো থাক থেকে পিছিয়ে থাকব না, এটাই হচ্ছে আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।’, যোগ করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘১৬ কোটি মানুষ আমাদের। তাদের খাদ্যের ব্যবস্থা, বাসস্থান সুস্বাস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আমি যেটা মনে সব ক্ষেত্রেই গবেষণা হচ্ছে একমাত্র পথ, গবেষণার মধ্য দিয়েই আমরা সমাজকে গড়ে তুলতে পারি। কাজেই আমাদের দেশে আরও বিজ্ঞানি প্রযুক্তিবিদ, এবং গবেষক তৈরি হোক সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা বঙ্গবন্ধু ফেলোশিপ প্রকল্প বাস্তবায়ন করছি।’

সারাবাংলা/এনআর/এসএমএন

গবেষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর