Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের সময় বাড়ছে তিনঘন্টা


১০ এপ্রিল ২০১৯ ১৩:২৯

চট্টগ্রাম ব্যুরো: বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখ থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের সময় তিনঘন্টা বাড়ানো হচ্ছে। এদিন, থেকে ৬ ঘন্টার পরিবর্তে ৯ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার হবে।

আগামী শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে ‘৯ ঘন্টার সম্প্রচার’ উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী পহেলা বৈশাখ থেকে ৯ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু হচ্ছে। পরবর্তীতে সেটা ১২ ঘন্টায় উন্নীত হবে।

‘৯ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার’ উদ্বোধন অনুষ্ঠানে আরও থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করবেন তথ্যসচিব আবদুল মালেক।

অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের সংসদ সদস্যরা, পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিল্পী, কলাকুশলী এবং পেশাজীবী নেতারা থাকবেন।

১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন মাত্র একঘন্টার অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু হয়।

২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর স্যাটেলাইটে পরীক্ষামূলকভাবে ৪ ঘন্টা এবং একই বছরের ৩১ ডিসেম্বর ৬ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

সারাবাংলা/আরডি/জেএএম

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর