Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাংলো থেকে সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত মরদেহ উদ্ধার


১০ এপ্রিল ২০১৯ ১৫:২৫

সিলেট: নিজ বাংলোয় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী লুৎফুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানতে পারেনি পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে গ্যাস ফিল্ডের বাংলো থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্যাস ফিল্ডের এমডি ওই বাংলোয় একাই বসবাস করতেন। তার স্ত্রী-সন্তানরা ঢাকায় বসবাস করেন।

বিজ্ঞাপন

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম সাংবাদিকদের জানিয়েছেন, এমডির মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লুৎফুর রহমানের বাড়ি ময়মনসিংহ। তিনি ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।

এমডির গাড়িচালক নিতাই চন্দ্র সারাবাংলাকে জানিয়েছেন, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে তিনি এমডিকে গ্যাস ফিল্ডের অফিসে নিয়ে যেতে আজ সকালে এসেছেন। এসে দেখেন বাংলোর ভেতর থেকে দরজা বন্ধ। এসময় তিনি ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে তিনি জানালা দিয়ে দেখেন এমডির লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে।

খবর পেয়ে পুলিশ ওই বাংলাতে যায়। দুপুর ২টার দিকে সিআইডির ক্রাইম সিনের কর্মকর্তারা বাংলো থেকে লুৎফুর রহমানের মরদেহ উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, কী কারণে বা কীভাবে লুৎফুর রহমানের মৃত্যু হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর