খাদ্যে ভেজাল মেশানো ক্ষমাহীন অপরাধ: নাসিম
১০ এপ্রিল ২০১৯ ১৬:৫৭
ঢাকা: আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে সাবেক মন্ত্রী ও সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রয়োজন ছাড়া কোনো জিনিসের দাম বাড়াবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। এটা ক্ষমাহীন অপরাধ। যারা খাদ্যে ভেজাল মেশান তারা মানুষ পোড়ানো রাজনীতিবিদদের চেয়েও ভয়ংকর।’
বুধবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কমিটি সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, আতিউর রহমান আতিক ও আয়েন উদ্দিনসহ অনেকে।
নাসিম বলেন, ‘দীর্ঘদিন ধরে খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তাহলে কেনো এখন খাদ্যে ভেজোলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব না। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও ভেজাল খাদ্যের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে অভিযান করে। মানুষ যখন খাবার গ্রহণ করে, তখন তারা বিশ্বাস নিয়েই গ্রহণ করে, একটি পুষ্টিকর খাবার গ্রহণ করছি। কাজেই ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাহলে কেনো খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না।’
নাসিম আরও বলেন, ‘যারা খাদ্যে ভেজাল মেশায়, তারা সন্তানকে হত্যা করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে, স্বজনকে হত্যা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। সে নিজেকে হত্যা করার ব্যবস্থা গ্রহণ করছে। মুনাফালোভী ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
সারাবাংলা/এএইচএইচ/এমআই