নিউজিল্যান্ডে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের প্রস্তাব পাশ
১০ এপ্রিল ২০১৯ ১৭:৩৬
সব ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করতে প্রস্তাব পাশ হয়েছে নিউজিল্যান্ডের পার্লামেন্টে। বুধবার (১০ এপ্রিল) নতুন অস্ত্র আইনের চূড়ান্ত প্রস্তাবটি ১১৯-১ ভোটে পাশ হয়। পার্লামেন্টের অনুমোদনের পর কয়েকদিনের মধ্যেই পাশ হওয়া এই অস্ত্র আইন কার্যকর হবে। খবর বিবিসির।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডন অস্ত্র আইন সংশোধনের ঘোষণা দিয়েছিলেন। ব্রেন্টন ট্যারেন্ট(২৮) নামে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর বন্দুক হামলায় ৫০ জনের মৃত্যু হয়। হামলায় ট্যারেন্ট ব্যবহার করেছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন আধা-স্বয়ংক্রিয় অস্ত্র।
জাসিন্ডা আর্ডন এদিন পার্লামেন্টের ভাষণে বলেন, হামলায় হতাহত ও তাদের পরিবারের জন্যই এই আইনটি পাশ করা হয়েছে। আহতরা সারাজীবন হামলার যাতনা বয়ে বেড়াবেও বলে আক্ষেপ জানান তিনি। আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, এই অস্ত্রগুলো এমনভাবে নকশা করা হয় যাতে শুধু মানুষই হত্যা করা যায়।
যেসব আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করা হচ্ছে, সেসব অস্ত্র ক্রেতাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড সরকার। এতে সরকারের ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। নিউজিল্যান্ডবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানান আর্ডন।
সারাবাংলা/এনএইচ