স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০১৮। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডির বিসিএসআইআর স্যাইন্সল্যাব ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বিসিএসআইআর’ এর চেয়ারম্যান ফারুক আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘অনেকে ভাবতো আমরা (বাংলাদেশ) গরিব থাকলেই বুঝি সাহায্য পাবো। কিন্তু বঙ্গবন্ধু কন্যার সেই ভাবনার পরিবর্তন ঘটিয়েছেন। তিনি দেশের উন্নয়ন করছেন, বাংলাদেশকে গরিব থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন।’
বাংলাদেশ ওষুধ শিল্পের সাফল্য তুলে ধরে ইয়াফেস ওসমান বলেন, আমাদের ইন্ডাস্ট্রিগুলো দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও ওষুধ রফতানি করতে সক্ষম হচ্ছে।
বিশেষ অতিথি প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমাদের দেশের গ্রামের ছেলে মেয়েরা বিজ্ঞান বললেই একটু পিছিয়ে যান। তাদের ধারণা, ধর্ম ও বিজ্ঞান মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমাদের সন্তানদের ষষ্ঠ শ্রেণি থেকেই বিজ্ঞানের প্রতি মনোযোগী হতে হবে।’
ডিজিটাল বাংলাদেশের প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদাহরন হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মোবাইল ফোন চালান। আমি নিজেও সেভাবে চালাতে পারি না।’
অনুষ্ঠানে বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিজ্ঞান ও শিল্প গবেষণার সাফল্য আজ সুদূর প্রসার হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিজ্ঞান ছাড়া দেশকে উন্নত সমৃদ্ধিশালী করা সম্ভব নয়। গত বছরে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির উন্নয়নের জন্য বরাদ্দ ২০ কোটি থেকে বাড়িয়ে চলমান অর্থবছরে ৫০ কোটি টাকা করেছে সরকার।’
গবেষকদের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চান আপনারা গবেষণায় ব্যস্ত থাকেন। আপনার চিরকাল গবেষক হয়েই যেনো বেঁচে থাকুন এবং গবেষক হয়েই মৃত্যুবরণ করেন, এর বাইরে কিছু না।’
তিন দিনের এই মেলায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঁচ শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান মনস্ক এই শিক্ষার্থীরা মোট ১৮০টি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে।
সারাবাংলা/এসও/এনএস