Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


১০ এপ্রিল ২০১৯ ২১:৪১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেদদহ গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিন (২৮) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১০ এপ্রিল) কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলম এর আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইজীবী এরশাদুল হক।

মামলার বিবরণে জানা গেছে, আসামি জামাল উদ্দিনের অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয় জানতে পেরে স্ত্রী রাশিদা বেগম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১ মার্চ জামাল উদ্দিন স্ত্রী রাশিদা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহত রাশিদার বাবা মকবুল হোসেন বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় জামাতা জামাল উদ্দিনসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের দায়ী করে একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘদিন মামলার স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে জামাল উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত।

জামাল উদ্দিনের স্ত্রী রাশিদা বেগম নাগেশ্বরী উপজেলার মো. মকবুল হোসেনের কন্যা। হত্যাকাণ্ডের ৭ মাস আগে তাদের বিয়ে হয়।

সারাবাংলা/এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর