কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধ’ অস্ত্র মামলার আসামির মৃত্যু
১১ এপ্রিল ২০১৯ ১১:০১
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ কাশেম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত কাশেম ছয় মামলার আসামি বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের সাকিনের ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত কাশেম পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আনু মিয়ার ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহত কাশেম অস্ত্র, হত্যাসহ ৬ মামলার আসামি। পাশাপাশি মাদক বেচা-কেনার সঙ্গেও জড়িত। বুধবার (১০ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে সঙ্গে নিয়ে ওই পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কাশেমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
ওসি আরও জানান, এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ ও ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ কাশেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএমএন