Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ হাজার কোটি টাকা বোনাস পেলেন শাওমি প্রতিষ্ঠাতা


১১ এপ্রিল ২০১৯ ১২:০১ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৪:২৮

স্মার্টফোন ব্র্যান্ড শাওমির প্রতিষ্ঠাতা লেই জুনকে বোনাস হিসেবে ৮ হাজার কোটি টাকার বেশি অর্থ দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা চীন-ভিত্তিক প্রতিষ্ঠানটি।

বার্ষিক প্রতিবেদন প্রকাশ হওয়ার আগে, আট বছর ধরে প্রতিষ্ঠানটিতে তার সেবার স্বীকৃতিস্বরূপ লেইকে এই শেয়ার-ভিত্তিক বোনাস দেওয়ার কথা জানিয়েছিল শাওমি।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুসারে, ৮ হাজার ১২৪ কোটি ৭৭ লাখ টাকার বেশি বোনাস পেয়েছেন লেই।

এদিকে, লেই জানিয়েছেন, মোট অর্থ থেকে কর কেটে নেওয়ার পর বাকি অর্থ তিনি দাতব্য উদ্দেশ্যে খরচ করবেন।

আন্তর্জাতিক বাজার গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান আইডিসি অনুসারে, বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে শাওমি। তাদের আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে স্যামসাং, অ্যাপল ও হুয়াওয়ে।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর