বৈশাখে নিরাপত্তায় কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১১ এপ্রিল ২০১৯ ১২:৪৬
ঢাকা: পহেলা বৈশাখে নগরীতে কারো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘কেউ যদি কোনো ধরণের নাশকতার চেষ্টা করে তাহলে সেই নাশকতা যাতে সাথে সাথেই প্রতিহত করা যায় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।’
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এবারের পহেলা বৈশাখ নগরবাসী নিরবচ্ছিন্নভাবে পালন করতে পারবে। এজন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, হাতির ঝিল, গুলশান পার্ক, রবীন্দ্র সরোবর ও বাহাদুরশাহ পার্কসহ প্রত্যেক উৎসবের স্থলে সিসি ক্যামেরা থাকবে। নিয়ন্ত্রণে থাকবে আশেপাশের সড়কে যান চলাচল। শতাধিক মাইক ব্যবহার করে কমান্ড সেন্টারের ব্যবস্থা থাকবে। ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবে। রাখা হয়েছে ফায়ার ফাইটিং ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কের লেকে ডুবুরী দল থাকবে। অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তারা ব্যবস্থা নেবে।
সারাবাংলা/ইউজে/জেএএম