Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক বিক্রেতাদের দুই পক্ষের গোলাগুলি, ১জনের মৃত্যু


১১ এপ্রিল ২০১৯ ১৩:৩১

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম সংলগ্ন একটি মাঠে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফজলুল হক ওরফে ফজু (৪৫)। তিনি উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের খন্দকারপাড়ার শামসুল হকের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, হাড়াভাঙ্গা গ্রাম সংলগ্ন একটি মাঠে গোলাগুলির শব্দ হচ্ছিল। খবর পেয়ে গাংনী থানা পুলিশের কয়েকটি দল সেখানে যায়। তবে পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ঘটনাস্থলে ফজলুল হকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখতে পান পুলিশ সদস্যরা। সেখান থেকে একটি এলজি বন্দুক ও আনুমানিক দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সংক্রান্ত কোন্দলের কারণে দুই পক্ষের গোলাগুলিতে ফজলুল হকের মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক একজন বড় মাপের মাদক বিক্রেতা উল্লেখ করে ওসি জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

দুইপক্ষের গোলাগুলি মাদক বিক্রেতার মৃত্যু

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর