Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোমা হামলা মামলা: খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে


১১ এপ্রিল ২০১৯ ১৭:০৪

ঢাকা: সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মে দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ তারিখ নির্ধারণ করেন।

এদিন, মামলাটির তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিল আজ। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন করে এই তারিখ ঠিক করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০-৩০ হাজার সাধারণ মানুষ তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে আসামিরা তাদের ওপর বোমা হামলা চালায়।

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

সারাবাংলা/এআই/এমআই

খালেদা জিয়া বোমা হামলা

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর