ঢাকা: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সমসাময়িক সময়ের জন্য নয়, তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকবর্তিকা এবং পথপ্রদর্শক।’
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিশ্ব পানি দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শতবর্ষের ব-দ্বীপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া ডেল্টা প্ল্যানের ওপর একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে এনামুল হক শামীম বলেন, ‘আমি একটু আগেই প্রধানমন্ত্রীকে বলছিলাম, আপনি আমাকে ছোটবেলা থেকেই তিলে তিলে রাজনৈতিকভাবে গড়ে তুলেছেন। বহুবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রেখেছি কিন্তু আজকে আমার কেমন জানি মনে হচ্ছে। আজকে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রাখছি, আর ছোটবেলা থেকেই মায়ের মতো বোনের মতো আমার মনে হত। আপনি আমাকে রাজনৈতিকভাবে তিলে তিলে গড়ে তুলে মানবতার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। আপনি সততায়, বিশ্বাসে সেরা, মানবতায় বিশ্বসেরা। আপনি সাহসে বিশ্বসেরা। আপনার মতো সাহসী, সৎ এবং কর্মনিষ্ঠ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি পৃথিবীতে খুব কমই রয়েছে। আমার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে আপনার স্নেহ পাওয়ার।’
যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেখানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন উপমন্ত্রী শামীম। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে আমরা সাসটেইনেবল গোল যথাযথভাবে অর্জন করে সারাবিশ্বকে দেখিয়ে দেবো, জননেত্রী শেখ হাসিনা শুধু সমসাময়িক সময়ের জন্যই নন, তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকবর্তিতা এবং পথপ্রদর্শক।’
আপনার দিক-নির্দেশনা মোতাবেক আমরা পানিসম্পদ মন্ত্রণালয় বর্ষা এবং বন্যা সামনে ৫০ থেকে ৫৫টি ঝুঁকিপূর্ণ নদীভাঙন ও জলাবদ্ধতা এলাকা নির্ধারণ করেছি। সংশ্লিষ্টরা মিলে সেই এলাকা পরিদর্শন করে আপনার নির্দেশনা মোতাবেক দেশের মানুষকে নদী ভাঙ্গন ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে কার্যক্রম জোরদার করেছি, জানান পানিসম্পদ উপমন্ত্রী।
‘বাংলাদেশের মানুষ শুধু মনে করে না, তারা বিশ্বাস করে, বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। আর কারও হাতেই নিরাপদ নয়। বাংলাদেশের যুবসমাজ, ছাত্রসমাজ বিশ্বাস করে শেখ হাসিনার হাতে দেশ আর পিছাবে না বাংলাদেশ। শুধু পানিসম্পদ মন্ত্রণালয় নয়, বাংলাদেশকে সকল দিক থেকে আপনি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার পথ করে দিয়েছেন। আপনি স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। কারণ আপনি জাতির জনকের কন্যা’—বলেন এনামুল হক শামীম।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন ও মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
সারাবাংলা/এনআর/এমআই