বিমানবন্দরে ভিআইপিদের তল্লাশি শিথিল অসাংবিধানিক: টিআইবি
১১ এপ্রিল ২০১৯ ১৮:১২
ঢাকা: দেশের বিমানবন্দরগুলো ভিআইপিদের তল্লাশি শিথিল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে সংস্থাটি এই সুপারিশকে অগ্রাহ্য করারও আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই আহ্বান জানান।
টিআইবির বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে–সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের বিমানবন্দরগুলোয় সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা তল্লাশি শিথিল করার অনুরোধ জানিয়েছেন কমিটির সদস্যরা। এই প্রস্তাবে আমরা উদ্বিগ্ন। কারণ এ ধরনের প্রস্তাব সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বৈষম্যমূলক ও ক্ষমতার অপব্যবহারের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, টিআইবি মনে করে, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা এমনিতেই বিভিন্ন ধরনের সাংবিধানিক প্রাধিকার ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন। এর বাইরে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে তাদের বিশেষ সুবিধা বা শিথিলতা দিলে তা যেমন অসাংবিধানিক হবে, তেমনি এই ধরনের অনৈতিক সুবিধা দেওয়ার উদ্যোগ গণতান্ত্রিক চর্চার জন্য আত্মঘাতীমূলকও হবে। তাই আমরা প্রত্যাশা করি, সরকার এ ধরনের অনিয়মকে কোনোভাবেই উৎসাহিত করবে না।
উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী গত ৭ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের বিমানবন্দরগুলোয় সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা তল্লাশি শিথিলের অনুরোধ জানান কমিটির এক সদস্য। পরে কমিটির সব সদস্য একমত হয়ে বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান।
সারাবাংলা/জিএস/এমএনএইচ