সেনা অভ্যুত্থানে সুদানের প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত
১১ এপ্রিল ২০১৯ ১৮:২০
দীর্ঘ প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকার পর সুদানের প্রেসিডেন্ট অমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনা-কাউন্সিলর প্রধান আওয়াদ ইবনে অউফ একথা নিশ্চিত করেন। খবর সিএনএন-এর।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বুধবার (১০ এপ্রিল) গভীর রাতে সুদানের সেনা কর্মকর্তারা অমর আল-বশিরের রাষ্ট্রীয় বাসভবনে উপস্থিত হন এবং প্রেসিডেন্ট বশিরকে বলেন, তাকে ক্ষমতা ছাড়তে হবে। ধারণা করা হচ্ছে, তাকে বর্তমানে গৃহবন্দি করে রাখা হয়েছে।
সুদানে প্রেসিডেন্ট অমর আল-বশিরের কোনো বিকল্প রয়েছে বলে ভাবা হতো না। বশির প্রায় বলতেন তার ওপর আল্লাহর আশীর্বাদ রয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা এবার প্রেসিডেন্টকে জানিয়ে দেন, ‘কেউ আর তোমার প্রতি অনুগত নেই।’
প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় রাস্তায় নেমে আনন্দ র্যালি বের করেছে সুদানের জনগণ। দেশটির সেনাবাহিনী রাস্তা-ঘাটে কঠোর প্রহরায় থাকলেও উল্লসিত জনতাদের কোনো বাধা দেয়নি।
সারাবাংলা/এনএইচ