নববর্ষের নিরাপত্তায় থাকছে সাইবার ক্রাইম ইউনিট
১১ এপ্রিল ২০১৯ ২২:১৯ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ২২:৩১
ঢাকা: পহেলা বৈশাখে নিরাপত্তার অংশ হিসেবে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নববর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কেউ উসকানিমূলক প্রচার-প্রচারণা বা ধর্মীয় উম্মাদনা ছড়াতে না পারে সেজন্য সাইবার সিকিউরিটি ইউনিট জোরালোভাবে কাজ করছে।’
অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘প্রায় ১৫ দিন ধরে নববর্ষকে ঘিরে সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করা হচ্ছে। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে এ কাজ করা হচ্ছে। কোথাও কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ১৫ দিনে অন্তত বেশ কয়েকটি আইডি থেকে উসকানিমূলক প্রচার-প্রচারণার অভিযোগে কয়েকজনকে ডেকে এনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি তাদের মনিটরিং করা হচ্ছে। নববর্ষের আগে ও পরে তাদেরকে মনিটরিং করা হবে।’
আবদুল বাতেন আরও বলেন, ‘নববর্ষের উৎসব ঘিরে পহেলা বৈশাখের দিনেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নজরদারিতে রাখা হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানসহ সব উৎসবস্থলে আলাদা আলাদা টিম এই নজরদারির কাজ করবে। কোথাও কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা প্রতিরোধের ব্যবস্থা থাকবে। সেজন্য আলাদাভাবে অপারেশনাল টিম প্রস্তুত থাকবে।’
সাইবার সিকিউরিটি ইউনিট অনুষ্ঠানস্থলগুলোতে দায়িত্বরত অন্যান্য টিমগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অন্যান্য বাহিনীগুলোও যাতে কিছু পাওয়া মাত্র সাইবার ইউনিটকে জানায় সেজন্য সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া ডিবি সূত্রে জানা যায়, উৎসবস্থলগুলোর কাছাকাছি যারা অপরাধ সংশ্লিষ্ট কাজে জড়িত থাকবে, তাদেরকে সহজে চিহ্নিত করতে বিশেষ ব্যবস্থা থাকবে। যাতে কেউ বড় ধরনের কোনো সমস্যা তৈরি করতে না পারে। আন্তর্জাতিক ইভেন্ট মঙ্গল শোভাযাত্রায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরপরেও সেখানে বাড়তি নিরাপত্তা হিসেবে মোবাইল ফোন ট্র্যাকিং ও সাইবার মনিটরিং করা হবে।
ডিবির ওই সূত্র থেকে আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যাতে কেউ ইভটিজিং করতে না পারে নারীদের হয়রানি করতে না পারে সেজন্য আলাদা আলাদা টিম কাজ করবে।
সারাবাংলা/ইউজে/এমআই