এবার সোনাইমুড়ীতে গৃহবধূ গণধর্ষণের শিকার
১১ এপ্রিল ২০১৯ ২৩:২৭
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা করেছেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীপক জ্যোতি খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া ওই নারী সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নে বাবার বাড়িতে থাকেন। পারিবারিক কলহের জের ধরে তিনি মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামে নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনার পর খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বুধবার সন্ধ্যায় তার বাবা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। পরে তা মামলায় রূপান্তর করা হয়।
ভিক্টিমের বাবা জানান, তার মেয়ের তালাকপ্রাপ্তা। তাদের দুটি সন্তান রয়েছে। বুধবার রাতে মেয়েটি নাটেশ্বর থেকে বারগাঁও তার নানার বাড়িতে যাওয়ার পথে অপহরণ হয়। পরে অপহরণকারীরা তাকে নির্জন জায়গায় নিয়ে রাতভর গণধর্ষণ করে। স্থানীয় এমরান সকালে মেয়েটিকে অচেতন অবস্থায় দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্বার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীপক জ্যোতি খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি সোনাইমুড়ীতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সারাবাংলা/এমএইচ