Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব


২৫ জানুয়ারি ২০১৮ ১৬:১৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৬:১৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর গজনবী এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন— শহীদুল ইসলাম, সুজন, তসিফ, আব্দুর রহমান, সাঈদ, সাজু ও আব্দুর রহমান মিয়া।

র‌্যাব-২ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি ফিরোজ কাউছার বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ কাউছার বলেন, ‘গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে গজনবী কলেজ গেইট সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর সামনে কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ওই ৭ সদস্যকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই করে আসছে। এ ছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতেও র‌্যাব-২ অভিযান অব্যাহত রাখবে।’

আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

সারাবাংলা/ইউজে/আইজেকে

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর