নদীর অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখার সুপারিশ
১২ এপ্রিল ২০১৯ ০৬:২২
ঢাকা: নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারের জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংসদীয় কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখতে সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, নদী রক্ষাকল্পে স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনা গ্রহণ করা, দলিল করার সময়ে নদীর অংশ কিনা সে বিষয়ে সাব রেজিস্ট্রার নিশ্চিত হয়ে দলিল করবেন। এসব বিষয় আইনে অর্ন্তভূক্ত করাসহ ‘জাতীয় নদী রক্ষা পদক’ প্রদানের সুপারিশও করে কমিটি।
এছাড়া নদীর যথাযথ রক্ষণাবেক্ষণসহ আর্থ সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রণজিৎ কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নদীরক্ষা ও দূষণ রোধে পাঠ্যক্রমে অর্ন্তভূক্ত করা, সকল জেলা প্রশাসককে ‘মাসিক রিভার ক্লিনিং ডে’ পালনের জন্য নির্দেশনা প্রদান এবং গণমাধ্যমে বিষয়টি প্রচার করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় ।
আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও দক্ষ শিপিং সেবা প্রদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ শিপিং করপোরেশনকে সহায়তা দেওয়ার জন্যও সুপারিশ করেছে কমিটি।
সারাবাংলা/এএইচএইচ/এমও