Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখ: তাৎক্ষণিক ব্যবস্থায় থাকবে র‌্যাবের মোবাইল কোর্ট


১২ এপ্রিল ২০১৯ ১১:৫৮ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৩:৫৫

ঢাকা: পহেলা বৈশাখের অনুষ্ঠানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে র‌্যাবের মোবাইল কোর্ট মাঠে থাকবে। এবারই প্রথম এমন উদ্যোগ নিচ্ছে র‌্যাব। সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ র‌্যাবের প্রায় পুরো শক্তি নিয়োগ করা হবে পহেলা বৈশাখের নিরাপত্তায়।

rab tohol

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় রাজধানীর রমনা বটমুলে আয়োজিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্ণেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র‌্যাবের পক্ষ থেকেও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা তথ্য সংগ্রহ করেছি। সকল গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই।

জাহাঙ্গীর আলম বলেন, রাজধানীতে রমনা বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নববর্ষের বড় অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও অন্যান্য স্থানে অনুষ্ঠান  হয়ে থাকে। এসব অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য নাশকতার ঠেকানোর জন্য র‌্যাবের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/জেএএম

পহেলা বৈশাখ র‍্যাব