Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১


১২ এপ্রিল ২০১৯ ১৩:৫৮

ধর্ষণে অভিযুক্ত মেহেদী হাসান

জয়পুরহাট: জয়পুরহাটে আট বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কালাই উপজেলার ভুগইল গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে গ্রামের মকবুল হোসেনের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান ধর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই আট বছরের বাক প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে মেহেদী তার নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে মেয়েটিকে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে না পেয়ে তার মা খোঁজাখুঁজির এক পর্যায়ে মেহেদীর বাড়িতে গিয়ে আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে। পরে ওই মেয়েকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়েটির বাবা থানায় এসে পুলিশ বিষয়টি জানালে রাতেই মেহেদীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এনএইচ

কালাই উপজেলা জয়পুরহাট ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর