Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ড সুবিধার অপব্যবহার, কোটি টাকার পণ্যসহ ৩ কাভার্ড ভ্যান আটক


১২ এপ্রিল ২০১৯ ১৪:৩৫ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৪:৩৬

ঢাকা: বন্ড সুবিধার অপব্যবহার রোধে কোটি টাকার পণ্যসহ ৩টি কাভার্ড ভ্যান আটক করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন।

তিনি জানান, বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য চোরাই পথে খোলাবাজারে বিক্রি প্রতিরোধে দিনে-রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ভিত্তিতে উপ কমিশনার মোঃ মেহেবুব হকের নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর নয়াবাজার মোড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে ডুপ্লেক্স বোর্ড ভর্তি কাভার্ড ভ্যান আটক করা হয়। পণ্যচালানটি চট্টগাম বন্দর থেকে লোডিং হয়ে মেসার্স স্কাইবিজ ইমপ্লেকস লিমিটেড, ডেমরা, ঢাকায় খালাস হওয়ার কথা থাকলেও অবৈধভাবে খোলাবাজারে বিক্রির উদ্দেশে নয়াবাজারের নিয়ে যাওয়া হচ্ছিল। আটক পণ্যের মূল্য প্রায় ৪১ লাখ টাকা এবং আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা।

আল আমিন আরও জানান, সহকারী কমিশনার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে অপর একটি প্রিভেন্টিভ দল ভোর রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালায়। অভিযানে ডুপ্লেক্স বোর্ড ও বিওপিপি বোঝাই ২ টি কাভার্ড ভ্যান আটক করা হয়। এসব পণ্য খুলনার মুনস্টার পলিমার এবং অপর একটি মালিকানার দাবীদারবিহীন প্রতিষ্ঠান থেকে চোরাইপথে খোলাবাজারে বিক্রির জন্য পুরান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটক পণ্যের মোট মূল্য প্রায় ৮৫ লাখ টাকা এবং আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৪২ লাখ টাকা।

আটক পণ্যের বিপরীতে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরসহ প্রতিষ্ঠানগুলোর বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান বন্ড কমিশনারেটের এই কমর্কতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর