বিনোদন প্রতিবেদক
অবশেষে ভেঙেই যাচ্ছে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাসের সংসার। অপুকে তালাকের নোটিশ পাঠিয়েছে দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।
শাকিব খানের আইনজীবী দুদিন আগেই অপু বিশ্বাসের স্থায়ী ঠিকানা বগুড়া, ঢাকার নিকেতনের বাসা ও ডিএনসিসিতে তালাকের নোটিশ পাঠিয়েছেন বলে জানান প্রযোজক মো. ইকবাল হোসেন। তালাকের নোটিশ অপু বিশ্বাস হাতেও পেয়েছেন বলে জানান তিনি।
তালাক নোটিশের ব্যাপারে অপু বিশ্বাস মুখ না খুললেও হায়দারাবাদ থেকে সারাবাংলাকে তালাকের বিষয় নিশ্চত করেন শাকিব খান। তিনি বলেন, ‘অপুর কাছে ডিভোর্সের চিঠি পাঠিয়েছি, পুরো প্রক্রিয়াটি শেষ করতে আরো মাস তিনেক লেগে যাবে। দেশে ফিরে বাকি কথা জানাব।’
সুপ্রীমকোর্টের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সিরাজ জানান, অনেকগুলো অভিযোগের মধ্যে সন্তানকে বাসায় তালাবদ্ধ রেখে ছেলে বন্ধু নিয়ে দেশের বাইরে বেড়াতে যাওয়ার ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন শাকিব খান।
এ ছাড়াও মুসলিম নারী হিসেবে শাকিবের প্রত্যাশা পূরণে অপুর ব্যর্থতাসহ তার উশৃঙ্খল জীবনযাপনের কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ নভেম্বর শাকিব খান আদালতে অভিযোগ করেন এবং ভারতের হায়দরাবাদের যাওয়ার আগে ৩০ নভেম্বর ডিভোর্স পেপারেও স্বাক্ষর করেন তিনি।
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ তার বিবাহ বিচ্ছেদের পরামর্শক হিসেবে কাজ করেছেন।
সারাবাংলা/টিএস/একে