চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কদমতলী রেল ক্রসিংয়ে রেল ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক মা ও তার দুই সন্তান আহত হয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে দিকে এই দুর্ঘটনা ঘটে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভুঁইয়া।
ওসি বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে পাহাড়তলি ওয়ার্কশপের দিকে একটি রেল ইঞ্জিন যাচ্ছিল। এ সময় কদমতলি রেলক্রসিংয়ে ইঞ্জিনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। রেলইঞ্জিনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশাতে থাকা ৬৫ বছর বয়স্ক এক বৃদ্ধা মারা যান। এতে আহত হন আরও তিন জন।
এই ঘটনায় আহতরা হলেন তসলিমা (৩৫) ও তার দুই সন্তান মেঘলা (১৩) এবং শ্রাবণ (১২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান।
আহত তসলিমার স্বামীর নাম এমদাদ। তিনি মনসুরাবাদ আবাসিক এলাকাতে থাকেন।
সারাবাংলা/আরডি/এসবি