চট্টগ্রাম ব্যুরো: যাত্রীবেশে প্রাইভেটকারে উঠে চালককে হত্যা করার অভিযোগে উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। পরে লাশ সাগরে ফেলতে যাওয়ার সময় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ যুবককে ধরে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) রাত ১০ টার দিকে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ সংলগ্ন সড়কে প্রাইভেট কারটি আটক করে জনতা। গাড়ির ভেতরে চালকের লাশ পাওয়া গেছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘তিন যুবক সীতাকুণ্ড থেকে প্রাইভেট কার ভাড়া করে চট্টগ্রাম আসছিল। পথে তারা চালককে শ্বাসরোধে হত্যা করে লাশ পেছনের সিটের নিচে রেখে গাড়ি চালিয়ে তারা নগরীতে প্রবেশ করে। এরপর সিটি গেইট সংলগ্ন মোস্তফা হাকিম কলেজ সড়ক দিয়ে সাগরে লাশটি ফেলে দেওয়ার জন্য যাচ্ছিল। পথে গাড়ির চাকা রাস্তার গর্তে পড়ে পাংচার হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের সহযোগিতার জন্য এগিয়ে এলে তিন যুবক কার ফেলে পালিয়ে যেতে থাকে। তখন জনতা ধাওয়া দিয়ে দুই জনকে ধরে ফেলে।’
ওসি জসিম বলেন, ‘পেছনের সিটের নিচ থেকে ২০-২২ বছর বয়সী যুবককে বের করে জনতা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটক দুই জন জানিয়েছে, লাশটি চালকের এবং তারা তাকে হত্যা করেছে।’
আটক দুই জন হলো- নিশান (২১) ও ইমন (২২)। এদের মধ্যে নিশান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র।
কি কারণে এই হত্যাকাণ্ড, জানতে চাইলে ওসি বলেন, ‘কারটি ছিনতাইয়ের জন্য অথবা পূর্ব শত্রুতার জেরেও হতে পারে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। জব্দ করা কারটিতে তল্লাশি করে ধারালো অস্ত্রশস্ত্র পাওয়া গেছে।’ নিহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।
সারাবাংলা/আরডি/এমও