Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধ-স্নানের মধ্য দিয়ে শুরু হল রাখাইন নববর্ষ উদযাপন


১৩ এপ্রিল ২০১৯ ১৪:২৪

কক্সবাজারে বুদ্ধ-স্নানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রাখাইন নববর্ষ উদযাপন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা ১৩৮০ রাখাইন সনকে বিদায় জানিয়ে ১৩৮১’ কে স্বাগত জানাচ্ছে তাই আয়োজন করা হয়েছে, ঐতিহ্যবাহী জলকেলিসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের।

শনিবার (১৩ এপ্রিল) সকালে শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাখাইন শিক্ষার্থীরা। বিভিন্ন রাখাইন পল্লী প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অগ্নমেধাস্থ মাহাসিংদোগ্রী মন্দিরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।

বিজ্ঞাপন

পরে বৌদ্ধ ভিক্ষুর কাছে ধর্মীয় প্রার্থনা শেষে বুদ্ধ স্নানে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। অতীতের সকল গ্লানি ভুলে গিয়ে ভ্রাতৃত্ব-বোধের মাধ্যমে ভবিষ্যৎ বিনির্মাণে আগামী ১৭ এপ্রিল থেকে ১৯ জাঁকজমকভাবে জলকেলি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে’ই রাখাইন পল্লীসহ প্রতিটি বাড়ি সাজছে নতুন সাজে। আর এই ঐতিহ্যবাহী জলকেলিকে কেন্দ্র করে উৎসবের হাওয়া লেগেছে রাখান পল্লীসহ এক আশপাশের এলাকায়।

সারাবাংলা/এনএইচ

রাখাইন নববর্ষ উদযাপন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর