Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিটার রিডারদের অন্যকাজ দেওয়া হবে’


২৫ জানুয়ারি ২০১৮ ১৮:০৩

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ‘সারাদেশে বিদ্যুতের মিটার রয়েছে ২ কোটি ৮০ লাখ। এর বিপরীতে মিটার রিডার প্রয়োজন অন্তত ৫ লাখ। যা সরকারের পক্ষে নিয়োগ দেওয়া সম্ভব নয়। তাই সরকার স্মার্ট মিটার রিডার প্রকল্প হাতে নিয়েছে। তবে বর্তমানে যারা মিটার রিডার রয়েছেন তাদের জন্য নতুন করে কর্মসংস্থানের চিন্তা করছে সরকার।’

জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রাজশাহীর সরকার দলীয় সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন যে মিটার অনুপাতে রিডার নিয়োগ দেওয়া সম্ভব নয়। তাই আমরা স্মার্ট মিটার রিডারের দিকে যাচ্ছি। মোবাইলের মাধ্যমে এখন থেকে একজন গ্রাহক কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন, কী পরিমাণ বিল দিতে হবে কিংবা কীভাবে দিবেন সবকিছু জানতে পারবেন। এতে করে গ্রাহক ভোগান্তি কমবে।’

তিনি বলেন, ‘স্মার্ট মিটার রিডার প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর প্রশ্ন আসে বিদ্যমান যেসব রিডার রয়েছেন তাদের চাকরির কী হবে? যেহেতু এ পদে নিয়োগগুলো হয় চুক্তিভিত্তিক। দুই বছরের জন্য তাদের বিভিন্ন কোম্পানির আওতায় নিয়োগ দেওয়া হয়। তাদের অন্য চাকরি খুঁজতে হবে। আমরাও বিষয়টি নিয়ে কাজ করছি। তাদের কীভাবে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা যায় সে বিষয়টি নিয়ে আমরাও ভাবছি।’

এর আগে অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আইলাতে ক্ষতিগ্রস্তদের জন্য বিদ্যুৎ সেবা দিতে সরকারের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ তাদের সবাইকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা যাবে।’

বিজ্ঞাপন

দেশের ৮৪ ভাগ মানুষ বিদ্যুৎ সেবা পাচ্ছে সম্প্রতি সরকারের পক্ষ থেকে দেওয়া এমন পরিসংখ্যানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটা সার্ভের মাধ্যমে দেখেছি এ সংখ্যা। এটি আসলে সবখানে সমানভাবে প্রযোজ্য নয়।’

৭ ভাগ মানুষ সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে বলেও এসময় জানান তিনি।

সারাবাংলা/এমএস/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর