এখনো বিভ্রান্তি, শবে বরাতের তারিখ জানা যাবে ১৭ এপ্রিল
১৩ এপ্রিল ২০১৯ ১৬:০০
ঢাকা: বিভ্রান্তি নিয়ে শেষ হয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় দিনের বৈঠকও। পবিত্র শবে বরাত কবে হবে তা চূড়ান্ত করতে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৭ এপ্রিলের মধ্যে জানিয়ে দেবে কবে শবে বরাত পালিত হবে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ।
সভা শেষে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ বলেন, ‘পবিত্র শবে বরাত কবে হবে এটা সরকারি সিদ্ধান্ত নেয়ার বিষয় না। এটা চাপিয়ে দেয়ারও কোনো সিদ্ধান্ত না। শরিয়তের বিধান অনুযায়ী এ বিষয়ে যারা অভিজ্ঞ, জ্ঞানী এবং পারদর্শী তাদের মতামতের ওপরে সিদ্ধান্ত নেয়া হবে। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ১০ সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১৭ এপ্রিলের মধ্যে জানিয়ে দিবে কবে শবে বরাত পালিত হবে।’
তিনি বলেন, এই সরকার কুরআন সুন্নাহ বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না। চাঁদ দেখার বিষয়টি একটি ধর্মীয় বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আলেম সমাজ।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রখ্যাত আলেম মাওলানা আবদুল মালেককে প্রধান করে ১১ সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল রাজ্জাক, মাওলানা দেলোয়ার, মুফতি মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা জাকারিয়া, মাওলানা মুফতি ইয়াহিয়া। কমিটি আগামী ১৭ এপ্রিলের মধ্যে জানিয়ে দেবে কবে হবে শবে বরাত। কমিটির সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।’
এর আগে গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয় আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ওই সভায় বলা হয়ছিল, গত ৬ এপ্রিল বাংলাদেশের আকাশে কোথায়ও চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। তবে আন্তর্জাতিক চাঁদ দেখা সংক্রান্ত “মজলিসু রুইয়াতিল হিলাল” নামের একটি সংগঠনের থেকে দাবি করা নহয়, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতীমুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিয মুহাম্মদ মুইনুল ইসণাম পারভেজ, একই উপজেলা উসমানপল্লী মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ কবীর হুসাইনহসহ ১৭ জন গত ৬ এপ্রিল চাঁদ দেখেছে।
এছাড়াও, মুন্সিগঞ্জ জেলার কয়েকজন আলেম দাবি করেন তারা গত ৬ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখেছেন। একইসঙ্গে উভয় জেলার চাঁদ দেখেছেন এমন প্রত্যক্ষদর্শীরা পরবর্তীতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে আগামী ২০ এপ্রিল পবিত্র শবে বরাত পালনের দাবি জানায়। ফলে, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ায় শনিবার (১৩ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা আবারও এক বৈঠকে বসেন। এই সভায় গত ৬ এপ্রিল চাঁদ দেখেছেন এমন দাবি করা খাগড়াছড়ি ও মুন্সিগঞ্জের জেলার প্রত্যক্ষদর্শীদেরও আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে প্রায় দুই ঘন্টায় আলোচনা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিটি। এতে করে মাওলানা আবদুল মালেককে প্রধান করে ১০ সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১৭ এপ্রিলের মধ্যে জানিয়ে দেবে কবে হবে শবে বরাত।
এদিকে সভা শেষে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতীমুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিয মুহাম্মদ মুইনুল ইসণাম পারভেজ সারাবাংলারকে বলেন, ‘চাঁদ দেখার বিষয়ে সাক্ষ্য দেয়ার জন্য আমরা দুই জেলা থেকে ২০ জন প্রত্যক্ষদর্শী বৈঠকে উপস্থিত হলেও আমাদের বক্তব্য শোনা হয়নি। এমনকি ১০ সদস্যবিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে, সেখানেও আমাদের কাউকে রাখা হয়নি। বিষয়টি রহস্যজনক। আমরা ধারণা করছি, সরকার তার সিদ্ধান্ত বহাল রাখতেই এই ধরনের কমিটি গঠন করেছে।’
সারাবাংলা/জিএস/জেএএম