Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাত ও মাটি চাপায় রাজধানীতে ২ জনের মৃত্যু


১৩ এপ্রিল ২০১৯ ১৭:৪১

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরার সারুলিয়ায় বজ্রপাতে রেজাউল ইসলাম (২০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বাড্ডার আফতাবনগর এলাকায় মাটি চাপা পড়ে সেলিম মিয়া (২৫) নামের এক শ্রমিকের মারা গেছেন।

শনিবার (১৩এপ্রিল) দুপুরে অচেতন অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম জানান, ডেমরার সারুলিয়া এলাকার একটি রুলিং মিলের শ্রমিক রেজাউল। দুপুর ১ টার দিকে মিলের পাশেই একটি ফাঁকা জায়গায় গোসল করছিলেন। এমন সময় হঠাৎ আকাশে বজ্রপাত হয়। এতে সেখানেই অচেতন হয়ে পরেন তিনি। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

এদিকে,বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,মৃত সেলিমের আফতাব নগরে রাস্তার পাশের ওয়াসার লাইনে মাটি খোঁড়ার কাজ করছিলেন। দুপরে কাজ করবার সময় মাটি চাপা পড়ে গুরুতর আহত হয় সেলিম। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেলিমের বাড়ি গাইবান্ধা এলাকায়।

মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসআর/জেডএফ

ঢামেক বজ্রপাত মৃত্যূ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর