Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথনাটক আর স্লোগানে নুসরাত হত্যার প্রতিবাদ


১৪ এপ্রিল ২০১৯ ০২:২৫

পথ নাটকে ফুটিয়ে তোলা হয় নারী নির্যাতনের চিত্র

সিলেট:  ‘প্রতিরোধে স্লোগানে কাঁপাও নিপীড়কের ভিত’-  এই স্লোগানে আয়োজিত পথনাটকের মাধ্যমে সিলেটে শনিবার (১৩ এপ্রিল) মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের বিচার চাওয়া হয়েছে। পাশাপাশি নিপীড়নবিরোধী অবস্থান কর্মসূচিও পালন করা হয়।

সিলেটে পথনাটক

পথনাটকে নুসরাত হত্যাসহ নারী নির্যাতনের বিচারের দাবি জানানো হয়

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর চাঁদনীঘাট এলাকায় কয়েকটি তারুণ্যভিত্তিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদী এই আয়োজন করা হয়। প্রতিবাদী আয়োজনে নারী নিপীড়নবিরোধী পথনাটক ‘রেফারি’ পরিবেশন করে নাট্যসংগঠন নগরনাট, সিলেট।

বিজ্ঞাপন
সিলেটে পথনাটক

পথনাটক দেখতে ভিড় করেন সাধারণ দর্শক

ধর্ষণসহ সকল নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনামূলক লেখা সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে এতে অংশ নেন শতাধিক তরুণ।

সিলেটে পথনাটক

প্রতিবাদী স্লোগান হাতে তরুণদের একাংশ

এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডসহ সকল নির্যাতনের ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান।

ছবি: মামুন হোসেন, সিলেট

সারাবাংলা/আরএফ 

নুসরাত হত্যা পথনাটক আর স্লোগান সিলেটে পথনাটক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর