বেরোবিতে নুসরাত হত্যার বিচার দাবি উদীচী শিল্পীগোষ্ঠীর
১৪ এপ্রিল ২০১৯ ১০:৩০
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। এসময় নুসরাত হত্যার প্রতিবাদ জানিয়ে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে ও প্রতিবাদী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানান উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষারা।
সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কুমার সুমন, সাবেক সভাপতি ওয়াদুদ সাদমান, সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, বাংলা বিভাগের শিক্ষার্থী তামান্নাসহ অন্যরা।
বক্তারা বলেন, সাধারণ মানুষ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে নিরাপদ মনে করলেও সিরাজ-উদ-দৌলার মতো কিছু লম্পটের কারণে অনেক নুসরাতকে অকালেই প্রাণ দিতে হচ্ছে। অনেকেই অপমান ও নির্যাতনের কথা প্রকাশ না করতে পেরে ধুঁকে ধুঁকে মরছে। বিকৃত মানসিকতার এসব লম্পটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর সাহস হারিয়ে ফেলবে। তাই খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এখন সময়ের দাবি।
সারাবাংলা/টিআর