মিরপুরে তৃতীয় লিঙ্গ ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
২৫ জানুয়ারি ২০১৮ ১৯:২৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৮:৫৬
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার একটি বাসা থেকে কোকিলা (৪২) নামে এক তৃতীয় লিঙ্গ ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই হিজরাকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে বাণিজ্য মেলায় চাঁদা তোলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।
সারাবাংলা/এসএইচ/এটি