Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চড়কপূজা, বান্নি মেলায় বৈশাখ উদযাপন


১৪ এপ্রিল ২০১৯ ২০:৪৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ২০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখে প্রতিবছর চড়ক পূজার আয়োজন করা হয় সিলেটের লাক্কাতুড়া চা-বাগান এলাকায়। হিন্দু সম্প্রদায়ের এই পূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মাঠে বসানো হয় বান্নি মেলা।

সিলেট ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয় এই এলাকায়।

কথিত আছে, গম্ভীরাপূজা বা শিবের গাজন এই চড়কপূজারই রকমফের। চড়ক পূজা চৈত্রসংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়।

আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এরপর জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে ‘বুড়োশিব’ নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এ পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

পূজার বিশেষ অনুষঙ্গ হলো কুমির পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুঁড়ির ওপর লাফানো, বাণফোঁড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়কগাছে দোলা ও দানো-বারানো বা হাজারা পূজা করা।

এই পূজাকে কেন্দ্র করে বসে বান্নি মেলা। সেখানে বিভিন্ন রকম খেলনা, খই, মুড়ি ও কদমাসহ নানান রকম খাবারের দোকান বসে।

সিলেট সদরের লাক্কাতুড়া চা-বাগান এলাকা থেকে পহেলা বৈশাখী মেলার ছবিগুলো তুলেছেন মামুন হোসেন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর