Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে অর্থপাচারের সব তথ্য বস্তুনিষ্ঠ নয়: অর্থমন্ত্রী


২৫ জানুয়ারি ২০১৮ ২০:০৬

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল অর্থ বিদেশে পাচার হচ্ছে এমন অভিযোগকে তথ্য-প্রমাণহীন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিদেশে অর্থ পাচার নিয়ে যেসব তথ্য বিভিন্ন সময় আমাদের কাছে আসে তার সব তথ্যভিত্তিক নয়। তবে পাচারের মাত্রা যাই হোক না কেন এর উৎসগুলো বন্ধ করতে আমরা সচেষ্ট আছি। সেইসঙ্গে দুর্নীতি বা অন্য কোনো বেআইনি পথে আয় করা অর্থ বিদেশে পাঠালে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।

অর্থ পাচার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্যের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অর্থমন্ত্রী বলেন, তাদের অভিযোগ সবসময় তথ্যভিত্তিক হয় না। এমনকী তাদের দেওয়া তথ্য দেশের বাজারে বৈদেশিক মুদ্রার বিদ্যমান তারল্য বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুর, হংকং ও কানাডায় বাড়ি বা অন্য কোনো উপায়ে অর্থ পাচার সংক্রান্ত বেশকিছু মামলা বর্তমানের আদালতে বিচারাধীন উল্লেখ করে এসময় অর্থমন্ত্রী বলেন এসব মামলার বিষয়ে দুর্নীতি দমন কমিশনও তদন্ত করছে।

সাারাবাংলা/এমএস/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর