খাগড়াছড়িতে শিশু অপহরণ মামলায় ৫ জনের যাবজ্জীবন
১৫ এপ্রিল ২০১৯ ১৪:১২
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. ইউনুছ, মো. ইয়াছিন, নয়ন ধর, মো. নিটু ও মো. প্রিন্স। এদের সবার বাড়ি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায়। আসামিদের মধ্যে মো. প্রিন্স ওরফে জনি ঘটনার পর থেকে পলাতক।
২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি খাগড়াছড়ির মহালছড়িতে স্কুল থেকে ফেরার পথে ব্যবসায়ী অংকর ধরের ছেলে রাসেল ধরকে বাজার এলাকা থেকে অপহরণ করা হয়। চট্টগ্রামে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে র্যাব-৭ কৌশলে অপহৃত রাসেলকে উদ্ধার করে এবং অপহরণকারীদের আটক করে।
রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী রতন কুমার দে।
সারাবাংলা/এসএমএন