স্পেশাল করেসপন্ডেন্ট
মেডিকেল কলেজে পড়ুয়াদের উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, শিক্ষা ও গবেষণার জন্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের আরও সময় দিতে হবে।
বৃহস্পাতিবার আইকিউএসসি-এর উদ্যোগে নিউরো সার্জারি বিভাগের পিয়ার রিভিউ বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তিনি।
কামরুল হাসান খান আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আন্তর্জাতিক মানের উচ্চ মেডিকেল শিক্ষা নিশ্চিত করতে এবং রোগীদের জন্য কল্যাণকর গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে।
বৈঠকে জানানো হয়, বেসরকারি রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের জন্য যেখানে এক টাকাও বরাদ্দ ছিল না- সেখানে বর্তমানে ছাত্র-ছাত্রীদের জন্য মাসে ২০ হাজার টাকা পারিতোষিকের ব্যবস্থা করা হয়েছে। গবেষণার জন্য প্রতি বছরই অনুদান দেওয়া হচ্ছে। মেডিকেল শিক্ষা, সেবা, গবেষণার গুণগত মান বাড়াহেত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি) গঠন করা হয়েছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেএ/এটি