এনবিআরের সার্ভারে ঢুকে পণ্যে পাচারের ঘটনা অনুসন্ধানে দুদক
১৫ এপ্রিল ২০১৯ ১৭:৫৫
ঢাকা: চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পণ্য পাচারের ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, কমিশনের পরিচালক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস হাউসে আইডি চুরি করে পণ্য পাচার মর্মে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রচার হয়। এরই ধারাবাহিকতায় কমিশন সংবাদটি আমলে নিয়ে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
প্রণব আরও জানান, চক্রটি শত শত কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করে নিয়ে গেছে। সেই বিষয়টি শুধু অনুসন্ধান করবে কমিশন। সংঘবদ্ধ চক্রটি ২০১৬ সাল থেকে ৩ হাজার ৭৭৭ বার এনবিআরের সার্ভারে ঢুকেছে। এছাড়া চিঠিও জাল করেছে। এখানে অর্থ পাচারের সঙ্গে সঙ্গে দুর্নীতি হয়েছে। ফলে এখানে যারা যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতেই এই অনুসন্ধান।
সারাবাংলা/এসজে/এমও