Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ কোটি টাকার সার আত্মসাৎ, ৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট


১৫ এপ্রিল ২০১৯ ১৮:৪০

ঢাকা: ১১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৪০১ টাকার ইউরিয়া সার আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন- বিসিআইসি’র আওতাধীন সান্তাহার বাফার গুদাম বগুড়া (বর্তমানে অবসরপ্রাপ্ত) গুদাম ইনচার্জ ও সাবেক উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মো. নবির উদ্দিন খান, মেসার্স সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান খান ও মেসার্স রাজা এন্টার প্রাইজের মো. রাশেদুল ইসলাম রাজা।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, ২০১৭ সালের ২ অক্টোবর আদমদীঘি (বগুড়া) থানায় মামলা করা হয়। মামলা নম্বর-১। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দুদক বগুড়ার সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

তদন্তে দেখা যায়, গুদামে থাকা ৮ হাজার ৫০০ মেট্রিক টন সারের মধ্যে ৪ হাজার ১৬১.০৫ মেট্রিক টন সার রেকর্ডপত্রের হিসাবে নেই। পরিবহন ঠিকাদার মো. মশিউর রহমান খান সার আত্মসাতে মো. নবির উদ্দিন খানকে সহায়তা করেছেন। তারা পরস্পর যোগসাজসে দুর্নীতি করেছেন।

সারাবাংলা/এসজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর