Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে পুলিশ প্রশাসনের ব্যতিক্রমী বর্ষবরণ অনুষ্ঠান


১৫ এপ্রিল ২০১৯ ১৯:০১

লক্ষ্মীপুর: বাংলা নববর্ষ-১৪২৬ কে বরণ করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি স্থানে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখের দিনটি পালন করা হয়। নববর্ষকে বরণ করতে লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয় এক ব্যতিক্রমী আয়োজন।

রোববার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী আয়োজন করা হয় গ্রামীণ মেলা। বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজনের উদ্যোগ নেয় লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন

মেলায় ২৫টি স্টলে স্থান পায় বিভিন্ন রকমের পিঠা, আঁচারসহ গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য।

এছাড়াও মেলায় পুলিশ সদস্য ও তাদের পরিবারের মধ্যে গ্রামীণ খেলা হাডুডু, হাড়িভাঙ্গা, কানামাছি, বালিশ খেলাসহ বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল,চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন মাহমুদ, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলা ফারুক পিংকুসহ অন্যরা।

সারাবাংলা/এসবি

লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর