নবাবপুরে নকল বৈদ্যুতিক তারের কারখানায় র্যাবের অভিযান
১৫ এপ্রিল ২০১৯ ১৯:৩৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৯:৩৯
ঢাকা: রাজধানীর নবাবপুরে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র্যাবের অভিযান চলছে। বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কের আড়ালে নকল তার তৈরি করে বাজারজাত করতো চক্রটি। সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এ অভিযান শুরু হয়।
অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম নেতৃত্ব দিচ্ছেন। অভিযানে সহযোগিতা করছে র্যাব-৩ একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্থানীয়ভাবে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরি করে বাজারজাত করে আসছে। দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসল না নকল। বিভিন্ন নামিদামি কোম্পানির নামে এসব ক্যাবল বাজারজাত করে আসছে একটি চক্র।’
তিনি আরও জানান, গত কয়েকদিনে বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়ে সেগুলো সিলগালা করা হয়েছে। বেশ কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজও অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সারাবাংলা/ইউজে/এমও