অক্সিজেন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু
১৬ এপ্রিল ২০১৯ ১২:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অক্সিজেন সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক মারা গেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় সিরাজ আনু অক্সিজেন লিমিটেডে এই ঘটনা ঘটেছে। শফিকুল ইসলাম চৌধুরী নামে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানটির মালিক।
নিহত দুই শ্রমিক হলেন- মো. ছাবেদ (৩০) ও পবিত্র কুমার দাশ (৬০)। এদের মধ্যে ছাবেদের বাড়ি ফেনী এবং পবিত্র দাশের বাড়ি বরিশাল জেলায়।
দগ্ধ অবস্থায় আরেক শ্রমিক নূর ওসমানকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে জানান, অক্সিজেন কোম্পানিতে সকাল ৭টার দিকে সিলিন্ডার রিফুয়েলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ তিন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ সারাবাংলাকে জানান, হাসপাতালে নেওয়ার পর ছাভেদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পবিত্র মারা যান।
সারাবাংলা/আরডি/এসএমএন