Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ইটভাটার মাটি চাপায় ২ শ্রমিকের মৃত্যু


১৬ এপ্রিল ২০১৯ ১৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে ইটভাটায় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক শ্রমিক।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে জয়রামপুর গ্রামের বকুল শেখের ইটভাটায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুসের ছেলে বাবু (৩৫) ও একই উপজেলার কেশবপুর গ্রামের কালাচাঁদের ছেলে হান্নান (৪৫) এবং আহত নতুন বাস্তপুর গ্রামের সাকেররের ছেলে শফি (৩২)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, প্রতিদিনের মত মঙ্গলবারও ভোর থেকে শ্রমিকরা বকুল শেখের ইটভাটায় মাটি কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১০ ফুট উচ্চতার মাটির স্তুপ ভেঙে শ্রমিকদের মাথায় পড়ে। এসময় বাবু, হান্নান ও শফি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবু ও হান্নানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থিায় শফিককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কী কারণে মাটি চাপা পড়ে শ্রমিকরা হতাহত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। তবে নিহতদের পরিবারগুলো কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

ইটভাটা মাটি চাপা পড়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর