Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রভাত পরিবহন চলবে কি না, ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ


১৬ এপ্রিল ২০১৯ ১২:৪৫

ঢাকা: চলাচলের অনুমতি চেয়ে সুপ্রভাত পরিবহনের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদন নিষ্পত্তি করে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা ও পূরবী রানী শর্মা।

পরে রিটকারীর আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল জানান, গত ২০ মার্চ বিআরটিএ কর্তৃপক্ষ এক নির্দেশে সুপ্রভাত পরিবহনের ১৬৩ বাস চলাচল বন্ধ করে দেন। এরপর গত ১ এপ্রিল সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’র কাছে চিঠি পাঠায়। কিন্তু ওই চিঠির পরও বাস চলাচলের অনুমতি না মেলায় গত ৮ এপ্রিল ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বিআরটিএকে উকিল নোটিশ দেয় সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ।

আইনজীবী জানান, ওই নোটিশের জবাব না পেয়ে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিআরটিএ’র চিঠি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সুপ্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। সে রিটের শুনানি নিয়ে বিআরটিএ চেয়ারম্যানকে এ নির্দেশ দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সকালে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারান বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এর প্রতিবাদে আবরারের সহপাঠীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। পরদিন ২০ মার্চ এক চিঠি দিয়ে সুপ্রভাত পরিবহনের চলাচল বন্ধ করে দেয় বিআরটিএ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/টিআর

আবরার আহমেদ চৌধুরী বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু বাসের ধাক্কায় বিইউপি শিক্ষার্থীর মৃত্যু সুপ্রভাত পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর