Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া প্যারোলের সিদ্ধান্ত দেননি: ফখরুল


১৬ এপ্রিল ২০১৯ ১৫:০২

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- প্যারোল নয়, শপথও নয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কয়েকদিন ধরে ম্যাডামের প্যারোল নিয়ে পত্রিকায় আলোচনা হচ্ছে। আজ একটি ইংরেজি পত্রিকা দিন-তারিখসহ দিয়ে দিয়েছে। আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি এটা বেজলেস।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে কারাবন্দি ও অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তি নিয়ে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। যদিও বিএনপি নেতারা দাবি করছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গতকাল সোমবারও (১৫ এপ্রিল) এক অনুষ্ঠানে বলেছেন, এ সিদ্ধান্ত দলের নয়, খালেদা জিয়ার পরিবারের। সে প্রসঙ্গেই আজ এসব কথা বললেন তিনি।

অনুষ্ঠানে হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি শ্রেণি সুপরিকল্পিতভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এরা শাসকগোষ্ঠীর ‘ইচ্ছামতো সমাজ’ নির্মাণে সহায়তা করছে।’’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এমন একটি ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে যে জনপ্রিয় লোকেরা টকশো’তে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ, নির্বাচনের পর গণমাধ্যমের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে।’

বিজ্ঞাপন

নুসরাত হত্যাকাণ্ড ও সুবর্ণচরে গণধর্ষণের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে অরাজকতা চলছে। কিন্তু কোনো জবাবদিহিতা নেই। রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

ভূ-রাজনীতির কারণে উদার রাজনীতির দর্শন পাওয়া কঠিন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘উদার রাজনীতির জায়গা ফ্যাসিবাদ দখল করছে। রাজনীতি এমন কলুষিত হয়েছে, যেখানে ভালো মানুষ রাজনীতিতে টিকতে পারছে না।’

তিনি বলেন, ‘এটা একক লড়াই নয়। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়ে ছিলাম, তেমনি এখন স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভূ-রাজনীতি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন সামনে রেখেই এগোতে হবে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদারসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর