দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুন: মৃত ৪১
২৬ জানুয়ারি ২০১৮ ১০:৩৬
সারাবাংলা ডেস্ক
দক্ষিণ কোরিয়ার এক হাসপাতালে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক প্রায় অর্থ শতাধিক। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিরইয়াং শহরের সেজং হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। হাসপাতালটি হৃদরোগের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল।
বিবিসি জানায়, হাসপাতালটির পাশেই আরেকটি নার্সিং হোম ছিল। আগুন লাগার সময় সেখানে সব মিলিয়ে দুইশর মতো রোগী ছিল। আহতদের অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দমকল প্রধান চই মান-হো এএফপিকে জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে হাসপাতাল এবং নার্সিংহোম দুই জায়গাতেই নিহতদের পাওয়া গিয়েছে। আহতদের কেউ কেউ অন্য হাসপাতালে নেওয়ার পথে মারা গিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে প্রায় ৯৩ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
সারাবাংলা/এমএ