Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুন: মৃত ৪১


২৬ জানুয়ারি ২০১৮ ১০:৩৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ১৮:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

দক্ষিণ কোরিয়ার এক হাসপাতালে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক প্রায় অর্থ শতাধিক। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মিরইয়াং শহরের সেজং হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। হাসপাতালটি হৃদরোগের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল।

বিবিসি জানায়, হাসপাতালটির পাশেই আরেকটি নার্সিং হোম ছিল। আগুন লাগার সময় সেখানে সব মিলিয়ে দুইশর মতো রোগী ছিল। আহতদের অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দমকল প্রধান চই মান-হো এএফপিকে জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে হাসপাতাল এবং নার্সিংহোম দুই জায়গাতেই নিহতদের পাওয়া গিয়েছে। আহতদের কেউ কেউ অন্য হাসপাতালে নেওয়ার পথে মারা গিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে প্রায় ৯৩ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

সারাবাংলা/এমএ

আগুন দক্ষিণ_কোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর